আবেগাপ্লুত হয়ে পড়লেন খালেদার চিকিৎসক!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ২১:৩৮

গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগাপ্লু হয়ে পড়লেন তার মেডিক্যাল বোর্ডের প্রধান এফ এম সিদ্দিকী।

রবিবার সন্ধ্যায় গুলশানে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে কথা বলেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। কথা বলার এক পর‌্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তার গলা ধরে আসে। পরে নিজেকে স্বাভাবিক করে সাংবাদিকদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এফ এম সিদ্দিকী বলেন, লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার গত ২৪ঘণ্টায় ইন্টারনাল ব্লিডিং বন্ধ রয়েছে। কিন্তু যাদের একবার ব্লিডিং হয় তাদের আবারো এটা হতে পারে। এটা চলতে থাকলে আরো খারাপ অবস্থা হতে পারে। তারমধ্যেও আমরা শুধু দেশ নয়, এই উপমহাদেশের মধ্যে সেরাটা করার চেষ্টা করছি।

তিনি বলেন, খালেদা জিয়া কেন যেন যখন অসুস্থ হন তখন একদম মৃত্যুর দিকে চলে যান। আবার সুস্থ হয়ে ফিরে আসেন। করোনার সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে চেস্ট টিউব দিয়ে ড্রেনেজ নিয়ে ১৭দিন কাটিয়েছেন। নিজে দেখেছেন কিভাবে ফ্লুইড বের হচ্ছে, রক্ত বের হয়েছে। সেখান থেকেও আমরা আত্মবিশ্বাসের সঙ্গে চিকিৎসা করে তাকে সুস্থ করেছি।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, আমাদের ওপর তিনি যথেষ্ট বিশ্বাস রেখেছেন, ভরসা রাখেন। আমাদেরও এর থেকে আর কিছু করারও নেই। ওই সময় আমরা ভালো করেছি। ওই সময় আমাদের আত্মবিশ্বাস ছিল। কিন্তু এই সময় আমরা কিন্তু হেল্পলেস ফিল করছি। ম্যাডাম আমাদের মুখ দেখে এটা বুঝতে পেরেছেন। ডা. জাহিদ হোসেনকে তিনি জানতে চেয়েছেন ওদের (চিকিৎসক) মুখ কালো কেন? ওরা কি আমাকে নিয়ে বেশি টেনশন করছে? তখন আমরা গিয়ে তাকে বলেছি না ম্যাডাম….আপনি অসুস্থ হলে আমাদের তো খারাপই লাগে। ’ একথা বলতেই তার চোখ ছলছল করে ওঠে। কণ্ঠ ধরে আসে।

তিনি বলেন, এমন অবস্থায় যেহেতু কোনো করারও থাকে না তাই আমরা হেল্পলেস ফিল করি।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :