কালিয়াকৈরে ৭ ইউপির ছয়টিতেই নৌকার পরাজয়

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ০১:১৫

গাজীপুরের কালিয়াকৈরে ২৮ নভেম্বর রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটি ইউনয়নের মধ্যে ছয়টিতেই নৌকা প্রার্থীরা পরাজিত হয়েছেন। বাকি একটি ইউপিতে নৌকা প্রতীক প্রার্থী বিজয়ী হয়েছেন। ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগ থেকে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেন।

এর মধ্যে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নে ১৫ হাজার ৯০৯ ভোট পেয়ে নৌকা প্রার্থী শাহ আলম সরকার বিজয়ী হন।

অন্যদিকে বোয়ালী ইউনিয়নে নৌকা প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো আওয়ামী লীগের বিদ্রোহী (মোটরসাইকেল) আফজাল হোসেন বিজয়ী হয়েছেন, চাপাইর ইউনিয়নে নৌকাকে পরাজিত করে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী (মোটরসাইকেল) ও বর্তমান চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু, মধ্যপাড়া ইউনিয়নে নৌকাকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী (ঘোড়া প্রতীক) সিরাজুল ইসলাম বিজয়ী হয়েছেন, সূত্রাপুর ইউনিয়নে নৌকাকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী (আনারস) সোলাইমান মিন্টু বিজয়ী হয়েছেন, ঢালজোড়া ইউনিয়নে নৌকাকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী (মোটরসাইকেল) ইসাম উদ্দিন বিজয়ী হয়েছেন এবং আটাবহ ইউনিয়নে নৌকাকে পরাজিত করে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী (অটোরিকশা) সাখাওয়াৎ হোসেন (শাকিল মোল্লা) বিজয়ী হয়েছেন।

রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণণার পর রাতে উপজেলা নির্বাচন কমিশন থেকে ফলাফল জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :