বৈদ্যুতিক গাড়ি আনছে অপো

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২১, ১০:১৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপো বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের মধ্যেই বাজারে আসবে অপোর বৈদ্যুতিক গাড়ি। 
অ্যাপল, শাওমি, হুয়াওয়ের মতো খ্যাতনামা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বৈদ্যুতিক গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে। কেউ কেউ গাড়ি তৈরিও করছে। সেই দৌঁড়ে এবার শামিল হলো অপো।

বিশ্বব্যাপী ইলেকট্রিক গাড়ির বাজারে প্রতিযোগীদের থেকে অনেকটা এগিয়ে গিয়েছে ইলেন মাস্কের টেসলা। 

এদিকে বিশ্বের সবথেকে বড় ইলেকট্রিক গাড়ির বাজার চীন। একবার ব্যাটারি চালিত গাড়ির জনপ্রিয় বাড়তে শুরু করলে আগামী কয়েক বছরে এদেশেও ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা বাড়তে শুরু করবে বলেই মনে করছেন অনেকে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এজেড)