২০ মাস পর শারীরিক উপস্থিতিতে ফিরছে উচ্চ আদালত

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২১, ১৩:৪০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২১, ১৪:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

করোনা মহামারির কারণে প্রায় ২০ মাস পর শারীরিক উপস্থিতিতে ফিরছে উচ্চ আদালত। আগামী ১ ডিসেম্বর থেকে উভয় বিভাগের (হাইকোর্ট ও আপিল বিভাগ) বিচারকাজ শারীরিক উপস্থিতিতে করতে একটি নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার প্রধান বিচারপতির আদেশক্রমে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।    

প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ১ ডিসেম্বর থেকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ পরিচালিত হবে। প্রধান বিচারপতি এ নির্দেশনা জারি করেছেন।

প্রজ্ঞাপনের কপি অ্যাটর্নি জেনারেল অফিসসহ সংশ্লিষ্ট জায়গায় পাঠানো হয়েছে।

২০২০ সালের মার্চ মাসে দেশে করোনাভাইরাস শনাক্ত হলে বিচার বিভাগের কাজ ভার্চুয়ালি পরিচালিত হতে থাকে। করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকা প্রায় ২০ মাস পর উচ্চ আদালতের বিচারকাজ শারীরিক উপস্থিতিতে শুরু হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এআইএম/জেবি)