‘ফিলিস্তিনিদের মুক্তি না দিলে ইসরাইলের বন্দিরাও মুক্ত হবে না’

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৫:৫৫ | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৫:২১

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি না দেয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের বন্দিদের মুক্তি দেয়া হবে না, তারা কখনো আলোর মুখ দেখতে পারবে না। রোববার এক বিশেষ সাক্ষাৎকারে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া এই ঘোষণা দিয়েছেন। খবর পার্স টুডের।

হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি হামাসের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে এবং ইসরাইলের কারাগারে বন্দিরা যে অনশন করে আসছেন তার প্রতি হামাসের সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিষয়ে হামাস কঠোর পরিশ্রম করছে বলেও তিনি জানান।

ইসমাইল হানিয়া বলেন ২০১১ সালে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে চুক্তির আওতায় এই পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্ত করতে সমর্থ হয়েছে তার সংগঠন। তিনি বলেন, বল প্রয়োগ না করা পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল স্বেচ্ছায় কোনো মীমাংসায় আসে না।

ইসরাইলের কারাগারে প্রায় সাত হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন যাদের মধ্যে বহু ফিলিস্তিনি বিনা বিচারে আটক রয়েছেন। এ সমস্ত বন্দিকে নির্জন কারাকক্ষে রাখা হয় এবং তাদের আত্মীয়-পরিজনের সঙ্গে দেখা করতে দেয়া হয় না।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/আরজেড/এজেড)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :