খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন কবি নির্মলেন্দু গুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৭:৪৭
২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে একুশে পদক নেওয়ার ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন কবি নির্মলেন্দু গুণ।

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি নির্মলেন্দু গুণ। গত বুধবার তার ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে কবি লিখেছেন, ‘অসুস্থ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করি।’

পোস্টটির সঙ্গে নির্মলেন্দু খালেদা জিয়ার হাতে পদক নেওয়ার একটি ছবিও শেয়ার করেছেন। ছবিটির বিষয়ে এক অনুরাগীর মন্তব্যের জবাবে নির্মলেন্দু গুণ লিখেছেন, ‘এটি ২০০১ সালের ছবি। একুশে পদক গ্রহণকালে তোলা।’

নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য অসুস্থতার সঙ্গে লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা আশঙ্কজনক হয়ে পড়ে।

রবিবার তার চিকিৎসকরা জানিয়েছেন, লিভারের ‘টিপস ট্রিটমেন্ট’ করাতে হলে খালেদা জিয়াকে বিদেশে নিতে হবে। বিলম্ব হলে তার ক্ষতি আরো বাড়বে এমন আশঙ্কার কথা বলেছেন চিকিৎসকরা। যদিও সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নেয়ার জন্য তার পরিবারের আবেদনে সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

নির্মুলেন্দু গুণের পোস্টের নীচে নোমান রাজিব নামের একজন জানতে চান খালেদা জিয়ার সঙ্গে শেষ কবে দেখা হয়েছিল। জবাবে কবি বলেন, ‘ঠিক মনে নেই। সম্ভবত ২০০২ সালে ইফতার পার্টিতে উনার সঙ্গে শেষবার দেখা হয়েছিলো।’

পোস্টের নীচে অনেকেই তার প্রশংসা করে নানা মন্তব্য করেছেন। আলিম উদ্দিন আলম নামের একজন লিখেছেন, ‘এই তো আমাদের শ্রদ্ধেয় প্রিয় কবি দেখিয়ে দিলেন- কবি সবার আর সবার জন্য কবি। আমিও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করি।’

জহিরুল ইসলাম রোমন নামের একজন লিখেছেন, কবির জন্য শুভকামনা। কবির দেয়ালেও ছবিটি টানানো আছে। কবির বাসায় পরিবার নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছি, অনেক গল্প হয়েছে। কবিদের এমনই হতে হয়। কবিদের মুক্ত চিন্তার মানুষ হতে হয়

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সামরিক মহড়ায় বাংলাদেশে আসছে চীন আর্মি, নজর রাখছে ভারত

বাংলাদেশে বৃষ্টির নামাজের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে

ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোকে সহায়তার আহ্বান

রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস

উপজেলা নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ ইসির

‘পৃথিবীর কোনো দেশে মানবাধিকার পরিস্থিতি পারফেক্ট নয়’  

ফুডগ্রেডবিহীন ড্রামে ভোজ্যতেল ব্যবহার বন্ধ না হওয়ায় উদ্বেগ

কৃষির সব স্তরে উন্নত প্রযুক্তি আবশ্যক: স্থানীয় সরকারমন্ত্রী

ব্রাজিল থেকে জীবন্ত গরু আনা কঠিন হলেও অসম্ভব নয়: রাষ্ট্রদূত

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :