আলফাডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৭:৫৭

ফরিদপুরের আলফাডাঙ্গায় আগামী ২৬ ডিসেম্বর তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। এতে একজন চেয়ারম্যান প্রার্থী ও তিনজন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে এই যাচাই-বাছাই চলে বিকাল ৩টা পর্যন্ত। যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে ২০ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত সদস্য পদে ৩৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা শামীম আহমাদ, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।

চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বানা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মো. হারুন-অর-রশিদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া টগরবন্দ ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত সদস্য পদে মো. সালেহা বেগম, পাঁচুড়িয়া ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত সদস্য পদে খুর্শিদা ও ২ নম্বর সংরক্ষিত সদস্য পদে রেখা বেগমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১০১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ জানান, বাতিল হওয়া চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে প্রার্থীরা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :