ভারতের বিপক্ষে কিউইদের রোমাঞ্চকর ড্র

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ১৮:১৫

কানপুরে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হারতে হারতে রোমাঞ্চকর ড্র করেছে সফররত নিউজিল্যান্ড। ভারতের দেয়া ২৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের পঞ্চম এবং শেষদিনে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলের হয়ে ব্যাট হাতে শেষ পর্যন্ত মাটি কামড়ে ক্রিজে অবস্থান করেন কিউই অলরাউন্ডার রাচিন রবিন্দ্রো। তাতেই স্বস্থির ড্র পায় সফরকারীরা।

রান তাড়া করতে নেমে চতুর্থদিনের শেষ বিকেলে ১ উইকেটে হারিয়ে ৪ রান সংগ্রহ করেছিল নিউজ্যিল্যান্ড। পঞ্চম এবং শেষ দিনের খেলায় আজ আবারও ব্যাট করতে নামে কেইন উইলিয়ামসনরা। ব্যাট হাতে দিনের শুরুটা ভালোই ছিল সফরকারীদের। দ্বিতীয় উইকেট জুটিতে টম লাথাম এবং উইলিয়াম সমারভিল মিলে তুলে ৭৩ রান। ব্যক্তিগত ৩৬ রানে ফেরেন সমারভিল। ব্যক্তিগত ফিফটি পূর্ণ করার পর ৫২ রানে ফেরেন লাথাম।

এই দুই ব্যাটসম্যান সাজঘরে ফেরার পর ক্রিজে দাঁড়াতে পারেননি কেউই। ভারতীয় স্পিনার রবিন্দ্রো জাদেজার ঘূর্ণিতে পড়তে থাকে একের পর এক উইকেট। শেষ আট ব্যাটসম্যান মধ্যে দুই অঙ্কের ঘর পার করতে পেরেছেন মাত্র দুজন।

২ রানে রস টেলর, ১ রানে হেনরি নিকোলস, ২৪ রানে কেইন উইলিয়ামসন এবং ২ রানে টম বান্ডেল সাজঘরে ফিরলে তখনও দিনের প্রায় ২০ ওভার বাকি। নিউজিল্যান্ডের হাতে ছিল মাত্র ৩ উইকেট। দলের এমন অবস্থাতে ব্যাট হাতে শক্তভাবে ক্রিজে অবস্থান করেন রাচিন রবিন্দ্রো। ক্রমান্বয়ে কাইল জেমিসন, টিম সাউদি এবং শেষ পর্যন্ত অ্যাজাজ প্যাটেলকে সঙ্গে সংগ্রাম চালিয়ে যান। সফলও হন। ৯ উইকেটে ১৬৫ রানে দিনশেষ করে নিউজিল্যান্ড।

৫ রানে কাইল জেমিসন এবং ৪ রানে টিম সাউদি আউট হন। অন্যদিকে ৯১ বল বলে দুই চারের মারে ১৮ রান করে অপরাজিত থাকেন রাচিন। আর ২৩ বলে ২ রানে অপরাজিত থাকেন অ্যাজাজ প্যাটেল।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :