অতিরিক্ত ভাড়া: ঢাকা-চট্টগ্রামে ৩৮ বাসকে জরিমানা

প্রকাশ | ২৯ নভেম্বর ২০২১, ১৯:১৩

ঢাকাটাইমস ডেস্ক

অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে সোমবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরের ১২টি স্পটে বিআরটিএর ১০টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এতে ৩৮টি বাসকে দুই লাখ আট হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

ভ্রাম্যমাণ আদালত ১৮৪টি ডিজেলচালিত বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে এবং বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন। এতে ৩৮টি ডিজেলচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়া যায়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে চারটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।–বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/কেএম)