ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের যুবাদের জয়

ক্রীড়া প্রদিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ২০:৩৫

ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে এখন ভারতে অবস্থান করছে বাংলাদেশের যুবারা। আর কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে ২ উইকেটে জয় পেয়েছে রাকিবুল হাসানরা। এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ভারতের দলটি অলআউট হওয়ার আগে করে ২৪৫ রান। জবাবে ২ উইকেট এবং ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নামা ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’দলের পক্ষে সেঞ্চুরির দেখা পান হারনুর সিং। ব্যাট হাতে ১৩৬ বলে করেন ১১১ রান। এছাড়া অধিনায়ক এস কে রশিদ করেন ৩০ রান।

এদিকে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়া দুটি করে উইকেট নেন রাকিবুল, আশিকুর ও মুশফিক।

২৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভ সূচনায় করেন দুই ওপেনার। এ সময় দুজন মিলে তুলেন ৮৫ রান। ৩৬ বলে ৩৪ রান করে আউট হন ইফতেকার। পরের উইকেটে খেলতে নেমে প্রান্তিক নাবিল করেন ৩৫ রান।

এরপর ২ রানে আইচ মোল্লা, ১০ রানে মোহাম্মদ ফাহিম এবং ৬ রানে আউট হন তাহজিবুল ইসলামরা। ওপেনার মাহফিজুলের ১১ চার ও ১ ছয়ের মারে ১২৩ বলে খেলেন ৯১ রানের ইনিংস। শেষ পর্যন্ত খেলে গিয়ে জয় নিয়ে মাঠ ছাড়েন মেহরব ও রাকিবুল। ৩৮ রানে মেহরব এবং ৩ রানে অধিনায়ক রাকিবুল অপরাজিত থাকেন।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

সেমি ফাইনালের আগে নিষেধাজ্ঞায় এমিলিয়ানো মার্টিনেজ

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৬০০ মিটার দৌড়ালেন মাহমুদউল্লাহ-শান্তরা

‘অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, পেট ভরেনি এখনও’- ৫ উইকেট নিয়ে নাসুম

দুই হলুদ কার্ড পাওয়ার পরও মাঠ ছাড়েননি মার্টিনেজ, ফুটবল আইন কি বলে?

নিশ্চিত হলো ডিপিএলের সুপার লিগের ৬ দল

মুস্তাফিজের ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার

পাঞ্জাবকে হারালেও জরিমানা গুনতে হয়েছে হার্দিক পান্ডিয়াকে

মাঝপথে ফেরায় আইপিএল থেকে পুরো টাকা পাবেন মুস্তাফিজ?

সাড়ে ৪ বছর পর দলে ফিরে বোলিং করা হলো না মোহাম্মদ আমিরের

জুভেন্টাসের বিপক্ষে জিতলেন রোনালদো, ১১৩ কোটি টাকা দেওয়ার নির্দেশ

এই বিভাগের সব খবর

শিরোনাম :