মাদক মামলায় হাজিরা শেষে মাদক বিক্রি

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২১, ২২:৩২

বাদল শেখ ওরফে মাজেদ শেখ (৬০) এবং মিদুল ওরফে সাইফুল ইসলাম (৫৫) মাদক মামলার আসামি। উভয়েই জয়পুরহাট যান একটি মাদক মামলায় হাজিরা দিতে। কিন্তু হাজিরা শেষে তারা আবারও ফেরেন মাদক হাতে। সেই মাদক বিক্রি করতে গিয়েই গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। চুয়াডাঙ্গা পৌরসভার রেল স্টেশনের সামনে রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, মাজেদ ও সাইফুল উভয়েই মাদক মামলার আসামি। মাজেদের বিরুদ্ধে তিনটি এবং সাইফুলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তন্মধ্যে একটি মামলার হাজিরা দিতে তারা গিয়েছিলেন জয়পুরহাট। হাজিরা শেষে তারা আবার চুয়াডাঙ্গা ফিরেন মাদক সাথে করে। বাড়ি ফেরার পরিবর্তে তারা আবারও মাদক বিক্রি শুরু করেন পথে পথে। চুয়াডাঙ্গা পৌরসভার রেল স্টেশনের সামনে রেলওয়ে জামে মসজিদের সামনে মাদক বিক্রির সময় মাজেদ ও সাইফুলকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় আরও দুজন পালিয়ে যায়। তাদের কাছ থেকে ১০টি বুপ্রেনরফিন ইনজেকশন জব্দ করা হয়।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :