শিক্ষার্থীর মৃত্যু: ঘাতক বাসের হেলপার আটক

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২১, ১১:১৩ | আপডেট: ৩০ নভেম্বর ২০২১, ১১:১৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর রামপুরায় এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর ঘটনায় ঘাতক অনাবিল বাসের হেলপার চান মিয়াকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়। সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান খান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, রাজধানীর রামপুরায় বাসের ধাক্কায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিনের নিহতের ঘটনায় ঘাতক বাসের হেলপার চান মিয়াকে আটক করা হয়। ঘটনার পর চাঁন মিয়া পালিয়ে যায়।

গতকাল রাতে রাজধানীর রামপুরার টিভি সেন্টার এলাকায় অনাবিল বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়। এঘটনার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করে স্থানীয়রা। এতে নয়টি বাসে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর ওই বাসের চালককে ধাওয়া করে আটক করে কয়েকজন যুবক। এরপর তাকে গণপিটুনি দেয় জনতা। আহত ওই বাসচালকের নাম মো. সোহেল। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে রামপুরা থানা পুলিশ। বর্তমানে সোহেল ঢামেকে চিকিৎসাধীন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এসএস/জেবি)