বিজয় দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২১, ১৯:৪১

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

মহান বিজয় দিবস ২০২১ উদযাপন ও শহীদ বুদ্বিজীবী দিবস পালন উপলক্ষে কিশোরগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

গত বছরের কার্যবিবরণী পেশ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) সাগুপ্তা হক, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুল আহসান শাহজাহান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আসাদ উল্লাহ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা বাশির উদ্দিন ফারুকী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি রেজাউল হাবীব রেজা, কবি বাধন রায়সহ অন্যন্যরা।

সভায় মহান বিজয় দিবস ২০২১ উদযাপন ও শহীদ বুদ্বিজীবী দিবস পালন উপলক্ষে বিস্তারিত আলাচনা করা হয়। এ সময় জেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৩০নভেম্বর/কেএম)