অন্যকে দিয়ে ১০ বছর গাড়ি চালিয়ে বরখাস্ত ডিএসসিসির গাড়িচালক

প্রকাশ | ৩০ নভেম্বর ২০২১, ১৯:৫১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বরাদ্দ করা গাড়ি নিজে না চালিয়ে অন্যকে দিয়ে চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন বিভাগের গাড়িচালক (ভারী) মো. সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে নগর কর্তৃপক্ষ।

মঙ্গলবার দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দপ্তর আদেশে তাকে বরখাস্ত করা হয়।

আদেশে জানানো হয়, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পরিবহন বিভাগের গাড়ি চালক (ভারী) মো. সাইফুল ইসলামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারি চাকরি বিধিমালা, ২০১৯ এর বিধি ৪৯ (ক), (খ), (ঘ) ও (ঙ) মতে যথাক্রমে দায়িত্ব পালনে অবহেলা, অসদাচরণ, অদক্ষতা ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করত: তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুকরণসহ চাকরি হতে সাময়িকভাবে বরখাস্তকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। সে মোতাবেক তাকে চাকরি বিধিমালার বিধি ৫৫ (১) মতে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’ তবে সাময়িক বরখাস্তকালীন তিনি বিধিমোতাবেক খোরাকি ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ রয়েছে।

ঢাকাটাইমস/৩০নভেম্বর/কারই/এমআর