আমেরিকায় স্কুলে শিক্ষার্থীর গুলিতে ৩ সহপাঠী নিহত

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ০৯:৩৩ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১, ০৯:৩৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে তার তিন সহপাঠী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। 

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার ঘটনাটি ঘটেছে ডেট্রয়েটের উত্তরে অক্সফোর্ড শহরের ‘অক্সফোর্ড হাই স্কুলে’। মঙ্গলবার সহপাঠীদের উপর আচমকা হামলা চালায় ১৫ বছরের এক শিক্ষার্থী। মিশিগানের হাই স্কুলে ঘটা ওই গুলিতে তিনজন নিহত। এক শিক্ষক-সহ গুরুতর আহত আরও বেশ কয়েকজন। 

গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, হামলার পর পুলিশির কাছে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত। তার কাছ থেকে একটি সেমি-অটোমেটিক বন্দুক বাজেয়াপ্ত করেছে পুলিশ। 

অকল্যান্ড কাউন্টি আন্ডারশেরিফ মাইক ম্যাককেব সাংবাদিকদের জানান, হামলার উদ্দেশ্য জানা যায়নি। হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই হামলার ঘটনায় শোকপ্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রিয়জনকে হারিয়ে অকল্পনীয় বেদনার মধ্যে রয়েছেন তারা।

উল্লেখ্য, আমেরিকায় গুলি চালনার ঘটনা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। অস্ত্র আইন আনা নিয়ে বিতর্কের মাঝে একের পর এক হামলায় প্রশ্ন উঠছে নাগরিকদের নিরাপত্তা নিয়ে। 

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এজেড)