লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ১৬:৩৭

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো লিমিটেড)। কোম্পানিটির ১২২ কোটি ২৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ান ব্যাংক লিমিটেড লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ব্যাংকটির লেনদেন হয়েছে ১১৩ কোটি ১১ লাখ ৩ হাজার টাকার।

শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক। প্রতিষ্ঠানটির ৭৭ কোটি ২০ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডেলটা লাইফ ইন্সুরেন্স, একমি পেস্টিসাইড, আইএফআইসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল এবং ফরচুন সুজ।

(ঢাকাটাইমস/১ডিসেম্বর/এসকেএস)