অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহে এনইউ উপাচার্যের শ্রদ্ধা

প্রকাশ | ০১ ডিসেম্বর ২০২১, ১৭:১৮ | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১, ১৮:৩১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্য প্রয়াত বিশিষ্ট এই ভাষাবিদ ও নজরুল গবেষকের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য।

তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পর্যন্ত বাংলাদেশের বন্ধুর পথ পরিক্রমার অগ্নিসাক্ষী অধ্যাপক রফিকুল ইসলাম।

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুধবার বেলা দুইটায় শহীদ মিনারে আনা হয় এই অধ্যাপকের মরদেহ। সেখানেই তার মরদেহে শ্রদ্ধা জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও।

ঢাকাটাইমস/১ডিসেম্বর/এমআর