আগাম জামিন পেলেন দুলুসহ বিএনপির ১১৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২১:৪০ | প্রকাশিত : ০১ ডিসেম্বর ২০২১, ২০:৫৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১১৬ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আজ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ২২ নভেম্বর নাটোরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। চার শতাধিক ব্যক্তিকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে এ মামলায়। মামলায় পুলিশ বলেছে, গত ২২ নভেম্বর সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলটির কর্মীদের হামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কয়েকজন পুলিশ সদস্য আহত হন। নেতাকর্মীরা পুলিশকে সরকারি দায়িত্ব পালনে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

ঢাকাটাইমস/১ ডিসেম্বর/এআইএম/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :