মালয়েশিয়া থেকে আসা উড়োজাহাজে বোমার খবরে শাহজালালে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ০১:১৩ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ০০:১৩

বোমা থাকার খবরে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নামে।

উড়োজাহাজটিতে বোমা রয়েছে— এমন সন্দেহে জরুরি অবতরণের পর তাতে তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন বাহিনীর সদস্যরা উড়োজাহাজটি ঘিরে রেখেছে। বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বিমানটিতে ১৩৫ জন যাত্রী আছে বলে জানা গেছে।

বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, 'বিমানবন্দরে সন্দেহজনক সার্চিং চলছে। বিমানবন্দরের যতগুলো এজেন্সি রয়েছে সবগুলো এজেন্সি একযোগে কাজ করছে।'

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা জানান, যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়েছে। উড়োজাহাজে তল্লাশি করা হচ্ছে। এখন পর্যন্ত বোমা বা বিস্ফোরক কোনো কিছু পাওয়া যায়নি।

এদিকে র‍্যাবের পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এফতেখার উদ্দিন গণমাধ্যমকে জানান, উড়োজাহাজটি অবতরণের পর বিমানবাহিনীর বোমা উদ্ধার ও নিস্ক্রীয়কারী দলের সদস্যরা ভেতরে তল্লাশি শুরু করেন। এখনও তল্লাশি চলছে।

ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এসএস/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :