টিপস

ট্রুকলারে কল রেকর্ডিং করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকাটাইমস
| আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১১:১০ | প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২১, ০৯:১১

ট্রু-কলার নতুন আপডেট ভার্সন ১২ অবমুক্ত করেছ। এই আপডেটের হাত ধরে এই অ্যাপে একাধিক নতুন ফিচার যুক্ত হয়েছে। এতদিন শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকরা ট্রু-কলারের মাধ্যমে কল রেকর্ড করতে পারলেও সাম্প্রতিকতম আপডেটের পরে সব ট্রুকলার গ্রাহক এই অ্যাপ ব্যবহার করে এই কাজ করতে পারবেন। ইনকামিং ও আউটগোইং উভয় কলই রেকর্ড করা যাবে। এছাড়াও ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পরে এই অ্যাপে যুক্ত হয়েছে ঘোস্ট কল ও কল অ্যানাউন্সের মতো ফিচারগুলো।

এছাড়াও সাম্প্রতিক আপডেটে এই অ্যাপে ভিডিও কলার আইডি যুক্ত হয়েছে। এই ফিচার ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা ফোন করলে স্ক্রিনে একটি ছোট ভিডিও দেখতে পাবেন।

তবে আপাতত অ্যানড্রয়েড গ্রাহকরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে শিগগিরই আইওএস গ্রাহকদের ফোনেও এই ফিচার পাঠানো হবে।

ট্রুকলারের মাধ্যমে কল রেকর্ড করবেন যেভাবে

ফোনে 'সেটিংস’ ওপেন করে 'অ্যাকসেসিবিলিটি’ ওপেন করুন।

এবার 'ট্রুকলার কল রেকর্ডিং' অপশন এনেবেল করে দিন।

এবার ‘ইউস ট্রুকলার কল রেকর্ডিং’ এর পাশের টগল এনেবেল করে দিন।

এবার চাইলে কল রেকর্ড পরার শর্টকাট বাছাই করতে পারবেন। তবে ট্রুকলারের মাধ্যমে ফোনের অপর প্রান্তের ব্যক্তি কল রেকর্ড করলে তা জানা সম্ভব হবে না। ট্রুকলার জানিয়েছে, রেকর্ড করা সব কল ফোনের স্টোরেজে সেভ হবে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা