বেনজেমার গোলে কষ্টার্জিত জয় রিয়ালের

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২১, ১৩:৩৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

স্প্যানিশ লা-লিগায় বুধবার রাতে কষ্টার্জিত জয়ই পেয়েছে জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি তারকা ফুটবলার করিম বেনজেমার করা একমাত্র গোলে ১-০ গোল ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে শীর্ষস্থানে নিজেদের অবস্থান আরও একটু শক্ত করল কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

চলতি মৌসুমে স্প্যানিশ লা লিগায় সবচেয়ে কম গোল হজম করা বিলবাও’র বিপক্ষে দারুণ সূচনা করে রিয়াল। বিলবাও’র শক্তিশালী রক্ষণভাগের বিপক্ষে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে তারা। শুরুতে মার্কো আসেনসিও সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন। এরপর করিম বেনজেমা ও ভিনিসিউস জুনিয়রও সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

প্রথমার্ধের শেষ দিকে বিলবাওয়ের রক্ষণে চাপ বাড়াতে থাকে রিয়াল। এরই সুবাদে ৪০তম মিনিটেই কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। বক্সের একটু উপর থেকে মার্কো আসেনসিওর জোরালো শট সিমোন ঝাঁপিয়ে ঠেকালেও বল চলে যায় বক্সের ভেতরে ফাঁকায় থাকা লুকা মদ্রিচের পায়ে। এই ক্রোয়াট মিডফিল্ডারের ছোট পাসে বেনজেমার প্লেসিং শট খুঁজে নেয় জাল।

দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে সফররত অ্যাতিলেটিকো বিলবাও। কিন্তু প্রাণপণ চেষ্টা চালানোর পরও বারবার রিয়াল মাদ্রিদের রক্ষণের কাছে পরাস্থ হয়েছে বিলবাওয়ের আক্রমণভাগের খেলোয়াড়রা। ফলে খেলা শেষ ১-০ গোল ব্যবধানেই।

এ জয়ের ফলে ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত হলো রিয়ালের। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে বিলবাও। দুইয়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের ঝুলিতে রয়েছে ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এমএম)