ঘাটাইলে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ ও সার বিতরণ

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২১, ১৫:০৫

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

টাঙ্গাইলের ঘাটাইলে বোরো মৌসুমে হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, অতিরিক্ত কৃষি অফিসার শামীমা আক্তারসহ প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২০২২ অর্থবছরে ৪০০০ হাজার হাইব্রিড ধান দুই কেজি করে ২০০০ হাজার কৃষককে উচ্চফলনশীল উপসী জাতের ধান, পাঁচ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এসএ)