না.গঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল

প্রকাশ | ০২ ডিসেম্বর ২০২১, ১৯:১৮

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানিয়াকে গণধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামির ফাঁসি ও একজনের যাবজ্জীবনের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিচারপতি এস এম এমদাদুল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।

ফাঁসির আদেশ বহাল থাকা দুই আসামি হলেন আমির হোসেন ওরফে খোকন ও মোহর চাঁন এবং যাবজ্জীবনের আদেশ বহাল থাকা আসামি হলেন সফর আলী। এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামি নুর আলম ও মনির হোসেন খালাস পেয়েছেন আদেশে।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ কে এম ফায়েজ ও অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনুর রশিদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল জাহিদ আহমদ হিরো।

(ঢাকাটাইমস/০২ডিসেম্বর/এআইএম/ইএস)