ছুটির দিনেও সড়কে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২১, ১২:২৩

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুক্রবার ছুটির দিনেও অব্যাহত আছে। এদিন বেলা ১১টার পর রাজধানীর রামপুরা ব্রিজের কাছে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

খিলগাঁও মডেল কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের একটি অংশে অবস্থান নিয়েছেন। তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা তাদের ১১ দফা বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

শিক্ষার্থীরা বলছেন, সারাদেশে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকর এবং নিরাপদ সড়ক তাদের অধিকার। এই অধিকার বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এজন্য ছুটির দিনেও তারা আন্দোলন অব্যাহত রেখেছেন।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রামপুরা ব্রিজের কাছে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালে নজিরবিহীন আন্দোলন করে শিক্ষার্থীরা। তখন এ ব্যাপারে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের এক শিক্ষার্থী মারা যান। এর প্রতিবাদে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এর রেশ কাটতে না কাটতেই গত সোমবার রাতে রাজধানীর রামপুরায় বাসচাপায় মারা যান এসএসসি ফলপ্রার্থী এক শিক্ষার্থী। এর প্রতিবাদে রাতেই কমপক্ষে নয়টি বাসে আগুন দেওয়া হয়।

মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিনভর আন্দোলন শেষে বাড়িতে ফিরে যান তারা। বুধ ও বৃহস্পতিবারও তারা আন্দোলন অব্যাহত রাখেন।

গত বুধবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ক্ষতি পোষাতে শিক্ষার্থীদের আন্দোলন বাদ দিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :