নারিকেল ভাঙতে গিয়ে ফাটল রাস্তা!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২১, ২০:৪৭

কোটি টাকার বেশি খরচ করে তৈরি করা হয়েছিল সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা। কাজ শেষে রাস্তাটির উদ্বোধন করতে গিয়েছিলেন ভারতের উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সূচি মৌসম চৌধুরী। নারিকেল ভেঙে সড়কটির উদ্বোধন করতে যান তিনি। কিন্তু তাতেই বাধে বিপত্তি। নারিকেল ফাটাতে গিয়ে নারিকেল না ভাঙলেও ফাটল দেখা দেয় নতুন সড়কে। এটা দেখেই রাগে জ্বলে ওঠেন তিনি।

ঘটনাটি ঘটেছে ভারতের যোগীরাজ্যের বিজনৌরে।

জানা যায়, সড়কের এমন অবস্থা দেখার পর রাস্তাতেই তিন ঘণ্টা সময় পার করেন মৌসম চৌধুরী। পরে একদল আধিকারিককে ডেকে রাস্তার নমুনা সংগ্রহ করে তদন্তের নির্দেশ দেন। এরপর ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

ঘটনার সঙ্গে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি।

মৌসম চৌধুরী বলেন, কোটি টাকা খরচ করে সেচ দপ্তর রাস্তাটি বানিয়েছে। আমাকে রাস্তা উদ্বোধন করতে বলা হয়েছিল। আমি নারিকেল ফাটিয়ে উদ্বোধন করতে গিয়েছিলাম। কিন্তু নারকেল তো ভাঙেইনি, উল্টে রাস্তাই ভেঙে গিয়েছে।’

ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :