রামেক হাসপাতালে করোনায় আরেকটি মৃত্যুশূন্য দিন

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:০৩
ফাইল ছবি

করোনাভাইরাসে আরও একটি মৃত্যুশূন্য দিন কাটাল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিট। শুক্রবার সকাল নয়টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে হাসপাতালটির এই ইউনিটে নতুন করে কারও মৃত্যু হয়নি।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে এই সময়ে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুইজন।

১০৪ শয্যার করোনা ইউনিটে এখন রোগী ভর্তি আছেন ৪১ জন। তাদের মধ্যে রাজশাহীর ২১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৫ জন, নাটোরের ৫ জন, পাবনার ৪ জন এবং কুষ্টিয়ার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এর মধ্যে করোনা নিয়ে ভর্তি আছেন ১১ জন। করোনা ধরা পড়েনি ২৮ জনের। করোনা নেগেটিভ হয়ে চিকিৎসা নিচ্ছেন দুইজন।

ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :