ট্রাকের ধাক্কায় রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১১:১৫ | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ১০:৫৪
ছবি সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় মাহাদী হাসান লিমন নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছেন।

ঝিগাতলা থেকে বাইকে করে উত্তরায় বাসায় ফেরার পথে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

২১ বছর বয়সী লিমন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেন। উত্তরার কামারপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি থানায়। বাবার নাম মোজাম্মেল হক। পড়াশোনার পাশাপাশি জুনিয়র লেভেলে ক্রিকেট খেলতেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক আসাদ শেখ দুর্ঘটনায় একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, রাতে বিমানবন্দর সড়কের লা মেরিডিয়ান হোটেল পার হয়ে পদ্মা গেটের সামনে একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক লিমনের মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। চালককে আটকের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :