পিজেএফের উৎসবে পটুয়াখালীবাসীর মিলনমেলা

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২১, ১৯:০৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

কেউ সরকারের নীতিনির্ধারণী ফোরামে কাজ করছেন। কেউ আবার সংসদে নিজ এলাকার প্রতিনিধিত্ব করছেন। অনেকে ছিলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কেউ আবার স্বনামধন্য ব্যবসায়ী। রাজনীতির মাঠেও সুপরিচিত একাধিক নেতাও ছিলেন পুরো আয়োজনে। পটুয়াখালীতে জন্ম নেয়া এমন নানা শ্রেণি-পেশার মানুষের সম্মিলন ঘটল শুক্রবার রাতে জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে।

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) আয়োজনে তৃতীয়বারের মতো ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে পটুয়াখালী উৎসব-২০২১ সবার উপস্থিতিতে পরিণত হয় মিলনমেলায়।

জমকালো এই আয়োজনের মধ্যে ছিল গুণীজন ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা।

অনুষ্ঠানে অংশ নেয়া বিশিষ্টজনরা এমন আয়োজনের জন্য পিজেএফকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটা সময় কুয়াকাটাকে ঘিরে পটুয়াখালী নিয়ে সর্বত্র আলোচনা হত। কিন্তু দিনে দিনে উন্নয়ন ও উৎপাদনের অন্যতম উৎস হতে যাচ্ছে পটুয়াখালী। এখানে বন্দর হচ্ছে। ইতিমধ্যে পায়রা সেতু হওয়ায় বরিশাল থেকে ফেরি ছাড়াই কুয়াকাটা পর‌্যন্ত যাওয়ার সুযোগ তৈরী হয়েছে। পদ্মা সেতু চালু দক্ষিণাঞ্চলে অনেক উন্নয়ন হবে। যার অনেক কিছু পটুয়াখালীতে হবে।

অতিথিরা পেশাগত কাজের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের পটুয়াখালীর সম্ভাবনা নিয়ে লেখালেখির পরামর্শ দিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে পটুয়াখালীর সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি আ স ম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল।

উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান সিআইপি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে’র মহাসচিব নুরুল আমিন রোকন, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব শেখ মামুন অর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সুর্য, ডিআরইউ’র সভাপতি মোরসালিন নোমানী, নবনির্বাচিত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিঠু, সাব এডিটরস কাউন্সিলের মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/বিইউ)