ফরিদপুরে ওয়ারিশ বঞ্চিত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের অভিযোগ

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০২১, ২১:০৫

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মৃত কবিরুল ইসলাম কাঞ্চনের স্ত্রী নাজমা বেগমের ওপর পারিবারিক নির্যাতন এবং ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর  রহমান খোকনের সঞ্চালনায় এবং প্রেসক্লাবের  সিনিয়র  সদস্য ও ফরিদপুর  বেতারের  প্রতিনিধি  শফিকুল ইসলাম মনিরের সভাপতিত্বে  লিখিত বক্তব্য পেশ করেন আসমা আক্তার।

তিনি গণমাধ্যমকর্মীদের জানান, পরিকল্পিতভাবে পরিবারের অন্য সদস্যরা আমার স্বামীর সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করার চেষ্টা করছে।

তিনি আরো বলেন, সম্পত্তির অংশীদার দাবি করতে গেলে বিভিন্নভাবে তারা আমার এবং পরিবারের সদস্যদের ওপর হামলা-নির্যাতন করে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, পরিবারের বৈধ সদস্য হিসেবে আমার সন্তানদের যে হক রয়েছে সম্পত্তির উপর; সেটুকু প্রাপ্তির ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।

এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত হোসেন- হায়দার  আলী, মোশাররফ তালুকদার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর  নজরুল ইসলাম মৃধা, আবুল কালাম আজাদ, আজিজুল  মৃধাসহ অন্যান্য স্থানীয় লোকজন।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)