ওমিক্রন নিয়ে দম্পতির কোরিয়ায় প্রবেশ, বাড়ছে করোনা

মোহাম্মদ হানিফ, দক্ষিণ কোরিয়া
 | প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:৩৪
ফাইল ছবি

দেশ উন্নত হলেও দিন দিন যেন করোনা এবং নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কাছে অসহায়ত্ব বরণ করছে দক্ষিণ কোরিয়া। গত বছর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শূন্যের কোটায় নিয়ে আসা বিশ্বের কাছে সফল দেশ হিসেবে আখ্যায়িত দেশটি আজ প্রতিদিনই রেকর্ডসংখ্যক করোনা সংক্রমিত হচ্ছে।

দেশটিতে ৮০ শতাংশ মানুষ সম্পূর্ণরূপে টিকা দেওয়ার পরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে নতুন ভেরিয়েন্ট ওমিক্রনও।

কেডিসিডি তথ্য অনুযায়ী, কোরিয়ায় করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে শনিবার (৪ ডিসেম্বর) চার হাজার ৩৫২ জন করোনায় আক্রান্ত হয় যা দেশটিতে এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত এবং একদিনে সর্বোচ্চ ৭০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এদিকে ওমিক্রনে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। কোরিয়াতে শুরুর দিকে যেভাবে করোনা ছড়িয়েছিল, ঠিক একই সিসেস্টমে ছড়াচ্ছে ওমিক্রনের তাণ্ডব।

প্রথমে নাইজেরিয়া থেকে আগত উজবেকিস্তানি এক যাজক ও তার স্ত্রী থেকে এই প্রথম ওমিক্রন শনাক্ত হয়। নাইজেরিয়ায় সফর ছিল ধর্মপ্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন। প্রতি বছর নিয়মিতভাবে নাইজেরিয়ায় অনুষ্ঠিত খ্রিস্টানদের একটি অনুষ্ঠানে যোগ দেন তারা। চার্চে দায়িত্বশীল এই যাজক জন্মসূত্রে কোরিয়ার নাগরিক। তারা মিথ্যা বলেছিলেন এবং স্বাস্থ্যবিষয়ক জিজ্ঞাসাবাদের সময় তথ্য গোপন করে কোরিয়াতে প্রবেশ করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

দ্য কোরিয়ান হেরাল্ডের অনুসন্ধানে, গত ২৪ নভেম্বর নাইজেরিয়া থেকে দক্ষিণ কোরিয়ায় আসার পর এক দম্পতির ওমিক্রন শনাক্ত হয়। এই দম্পতি ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের এক বন্ধু ব্যক্তিগত গাড়িতে করে সরাসরি বাড়িতে যান। টানা ছয় দিনে কোনও বিধিনিষেধ ছাড়াই ঘুরে বেড়ান, পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীসহ ৮৭ জনের সংস্পর্শে চলে যান এই দম্পতি।

স্বাস্থ্য কর্তৃপক্ষ ভেরিয়েন্টের সাথে জড়িত একটি সম্ভাব্য সম্প্রদায়ের সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন। বর্তমানে ৪০০ জনেরও বেশি লোকের ওপর পরীক্ষা চলছে যারা সিউল থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে ইনচন সেই গির্জায় যেখানে সংক্রামিত ব্যক্তি পরিষেবায় যোগ দিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (কেডিসিডি) কর্মকর্তারা বলেছেন, তাদের কিশোর ছেলেরও করোনা ধরা পড়েছে। তবে তার ওমিক্রন ভ্যারিয়েন্টের পরীক্ষার ফল এখনো জানানো হয়নি। আবার ওই স্ত্রীর শাশুড়িকে সন্দেহভাজন ওমিক্রন টেস্ট করা হয়েছে, তারও তদন্ত চলছে।

কোরিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা ওমিক্রন ভেরিয়েন্ট সম্পর্কে শঙ্কা প্রকাশ করার পরপরই করোনাভাইরাসে আক্রান্ত বেড়েছে দেশটিতে। করোনার এ ধরনের বিস্তার ঠেকাতে ইতোমধ্যে কোরিয়াসহ বিশ্বের অনেক দেশ দক্ষিণ আফ্রিকার সাথে সীমান্ত বন্ধ করে দিয়ে আবার ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে বলছে, যে এখন পর্যন্ত ৪০টি দেশে করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন শনাক্ত করা হয়েছে, মাত্র দুই দিন আগে যা ২৩টি দেশে সীমাবদ্ধ ছিল।

কোরিয়াতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ৪৭ হাজার ৯০৭ জন। শনিবার মধ্যরাতে শেষ হওয়া ২৪ ঘণ্টার মধ্যে ৭০ জন মারা যায় যা মহামারি শুরু থেকে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা বলে জানিয়েছে কেসিডিসি। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৯ জন। তবে দেশটি এর প্রাদুর্ভাব অভূতপূর্ব মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। কোরিয়াস্থ সকল প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচলের জন্য পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাসসহ কোরিয়ার সকল সামাজিক কমিউনিটির নেতারা।

গত ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী ২ সপ্তাহ কোরিয়া প্রবেশের ক্ষেত্রে সকল দেশের নাগরিকদের ভ্যাকসিন গ্রহণ নিশ্চিত থাকলেও বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারান্টাইন করতে হবে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে আগামী ৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত রাজধানী সিউলে সর্বোচ্চ ৬ জন এবং অন্যান্য সিটিতে ৮ জনের বেশি জনসমাগম করতে নিষেধ করে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার।

ক্যাফে-রেস্তোরাঁ, ক্র্যাম, স্কুল, সিনেমা থিয়েটার, লাইব্রেরি, জাদুঘর এবং জিমসহ উচ্চ-ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দর্শকদের প্রবেশে ভ্যাকসিন সার্টিফিকেট দেখাতে নির্দেশনা জারি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

গাজায় আরও ৭১ ফিলিস্তিনির প্রাণহানি 

ফেসবুকে রোহিঙ্গাবিদ্বেষ ছড়ানোর নেপথ্যে ছিল মিয়ানমারের জান্তা: জাতিসংঘ

রাফাহতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী: নেতানিয়াহু

নির্বাচন করার জন্য অর্থ নেই, সরে দাড়ালেন ভারতীয় অর্থমন্ত্রী

সিরিয়ার আলেপ্পোতে ইসরায়েলি হামলায় নিহত ৩৮

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

এই বিভাগের সব খবর

শিরোনাম :