ভুল করে দেয়া হোয়াটসঅ্যাপ পোস্ট ডিলিট সুবিধা চালু

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ০৯:৩৪

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার এসেছে। এই ফিচারের আওতায় ভুল করে দেয়া হোয়াটসঅ্যাপ পোস্ট সেকেন্ডের মধ্যেই মুছে ফেলা যাবে। আনডু স্টেটাস  আপডেটের মাধ্যমে এই কাজটি করা যাবে। 

হোয়াটসঅ্যাপ তাদের বেটা ইউজারদের জন্য নতুন এই আনডু স্টেটাস আপডেট পরীক্ষা করা শুরু হয়ে গিয়েছে। নতুন এই আনডু স্টেটাস আপডেটের মাধ্যমে ইউজাররা তাদের স্টেটাস পোস্ট করে সেকেন্ডের মধ্যে সেটি ডিলিট করতে পারবে। 

নতুন এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইউজাররা আনডু অপশনের সুবিধা পাবে। হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচার আনডু স্টেটাস আপডেট আইওএস  বেটা অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও নন বেটা ইউজারদের জন্য সেটি চালু করা হয়নি।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজেড)