ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১১:০৭

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরী এলাকায় তেলবাহী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে ফাতেমা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী আবু জাহের সুমন (৩২)। ঘটনাস্থল থেকে তেলের গাড়িটি আটক করা হলেও পালিয়ে গেছে চালক।
শনিবার রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত ফাতেমা বেগম জেলার সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের রামহরিতালুক গ্রামের আবু জাহের সুমনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় জেলার সোনাইমুড়ী উপজেলার এক আত্মীয়র বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন ফাতেমা ও সুমন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের মোটরসাইকেলটি ঢাকা-নোয়াখালী সড়কের চৌমুহনী চৌরাস্তা সংলগ্ন বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি তেলবাহী ট্যাংকার তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে সুমন ও ফাতেমা। এসময় তেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ফাতেমা। আহত সুমনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, আটক করা হয়েছে তেলের গাড়িটি। এ ঘটনায় গাড়ির চালকে আটকসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/জেবি)