ভোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১২:৪৮

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা জলদস্যু বলে জানিয়েছে র‌্যাব। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রবিবার (৫ ডিসেম্বর) ভোরে জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঢাকা টাইমসকে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ লাশ দুটি ময়নাতদন্তের জন্য চরফ্যাশনে আনা হচ্ছে।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, রবিবার ভোরের দিকে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে র‌্যাব অভিযান চালায়। এসময় জলদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হয়।

নিহত দুজনের লাশ দক্ষিণ আইচা থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/জেবি)