পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণাপত্র অন্তর্ভুক্তির রিট শুনবেন হাইকোর্ট

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্ত করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রবিবার রিটকারীর আইনজীবী বিষয়টি আদালতে মেনশন করার পর এমন আদেশ দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আদালত থেকে বেরিয়ে বিষয়টি ঢাকা টাইমসকে জানান আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম। তিনি বলেন, আগামীকাল এই আবেদনটি শুনানির জন্য আদালতের কার্যতালিকায় থাকবে।

এর আগে গত ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) পাঠ্যপুস্তকে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে রিট করেন ওই আইনজীবী। রিটে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যারা অস্বীকার করে তাদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা করার নির্দেশনাও চান।

আইনজীবী বলেন, আমাদের আবেদনের মূল বিষয় হচ্ছে, দেশের সব স্কুল ও মাধ্যমিক পর্যায়ের কলেজের পাঠ্যবইয়ে (বাধ্যতামূলকভাবে) যেন স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র অন্তর্ভুক্তি করা হয়।

রিটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে বিবাদী করা হয়েছে।

পরবর্তী প্রজন্ম যেন স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র সম্পর্কে জানতে পারে, সে কারণেই রিট আবেদনটি করা হয়েছে বলে জানান আইনজীবী এবিএম শাহজাহান আকন্দ মাসুম।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এআইএম/জেবি)