বিক্রেতা শূন্য ৪ কোম্পানি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:২৩ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩:৪৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার লেনদেনের ৩ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৪ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও স্ট্যাইল ক্রাফট।

তথ্যমতে, আজ বেলা ১২টা ৫১ মিনিট পর্যন্ত এশিয়া ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৮৪ হাজার ৮০১টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯০ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে ইস্টার্ণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৪২ হাজার ১৪৫টি শেয়ার ক্রয়ের অফার থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। একই সময় স্ট্যাইল ক্রাফট ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসকেএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :