রাজনীতিতে লোপা মুদ্রার দেখা পাওয়ার সম্ভাবনাই নেই

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:২৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী লোপা মুদ্রা মিত্র জানিয়েছেন আগামীতে তাকে রাজনীতির ময়দানে দেখা পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তিনি বলেন, সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছে একদমই নেই। কারণ, স্বচ্ছ ভাবে থাকতে চাই।

কলকাতার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি তার রাজনীতির বিষয়ে অবস্থান পরিস্কার করেন। তিনি জানান, চির দিন মানুষের কাছাকাছি, মানুষের মধ্যেই থাকতে চাই।

বামপন্থী পরিবারে বড় হয়ে ওঠা লোপামুদ্রার ধ্যান-জ্ঞান সংগীত নিয়েই। 

লোপা বলেন, সক্রিয় রাজনীতিতে আসার ইচ্ছে একদমই নেই। কারণ, স্বচ্ছ ভাবে থাকতে চাই। রাজনীতিতে এতটা স্বচ্ছতা চলে না।

লোপামুদ্রা বলেন, আমার বাবা-কাকা বামপন্থী মানসিকতার মানুষ ছিলেন। আমার শুরুও সেখান থেকেই। তাদের সমালোচনা করতে পারাও সেই মানসিকতা থেকেই।’

লোপামুদ্রা তোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে বলেন, মুখ্যমন্ত্রী নিজস্ব ধরনের মধ্যে দিয়ে বামপন্থীদের সেই জায়গাটা নিয়ে নিয়েছেন।

বস্তুত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রকৃত বামপন্থী হিসেবে তুলে ধরতে পেরেছেন বলেই মনে করেন লোপামুদ্রা। 

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এজেড)