জিততে হলে রেকর্ড গড়তে হবে কিউইদের

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১৫:২৭

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এজাজ প্যাটেলের এক ইনিংসে দশ উইকেট নেওয়ার ম্যাচে ভারতীয় বোলিং তোপে মাত্র ৬২ রানেই অলআউট হয়েছে নিউজিল্যান্ড দল। তাতেই ২৬২ রানের লিড পায় বিরাট কোহলিরা। আর নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৭৬ রানে ইনিংস ঘোষণা করলে কিউইদের জন্য টার্গেট দাঁড়ায় ৫৪০ রানের। ফলে জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে সফরকারীদের। কেননা এত রান তাড়া করে এখনও জিততে পারেনি কোনো দলই।

ওয়াংখেড়েতে অনুষ্ঠিত দ্বিতীয় এবং শেষ টেস্টের দ্বিতীয় দিনমেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬৯ রান সংগ্রহ করেছিলো ভারত। ফলে তৃতীয় দিনের খেলায় আবারও ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান।

ভারতের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। এছাড়া ৪৭ রানে পূঁজারা, ৪৭ রানে সুবমান গিল, ৩৬ রানে বিরাট কোহলি, ১৪ রানে আয়ার, ১৩ রানে সাহা এবং ৬ রানে জয়ন্ত আউট হন। আর ৪১ রানে অফরাজিত থাকেন অক্ষর প্যাটেল।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট নেন এজাজ প্যাটেল। তিনটি উইকেট নেন রাচিন রবিন্দ্রো।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এমএম)