‘ওমিক্রন’ পরিস্থিতি মোকাবেলায় বেনাপোলে উচ্চ পর্যায়ের সভা

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:৫০

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

কোভিড-১৯ মহামারির পর ‘ওমিক্রন’ পরিস্থিতি মোকাবেলায় মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন সভা বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে যশোর সিভিল সার্জন অফিসের আয়োজনে বেনাপোল স্থলবন্দরের সভাটি অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন আবু শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দরের ডাইরেক্টর মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, এএসপি জুয়েল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী, ওসি (ইমিগ্রেশন) রাজু আহম্মেদ, ওসি (বেনাপোল পোর্ট তদন্ত) রাসেল ইসলাম, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুব আলম, আনছার বাহিনীর পিসি আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

সভায় নতুন ভাইরাস ওমিক্রন সংক্রমণ যাতে বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/কেএম)