রেলওয়ে ট্রেনিং সেন্টারে অনিয়মের অভিযোগ

এম হাশেম তালুকদার, চট্টগ্রাম
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১৮:১৮

দেশের একমাত্র রেলওয়ে ট্রেনিং সেন্টার চট্টগ্রামের হালিশহরে। ট্রেনিং সেন্টারের অনিয়ম নিয়ে সংবাদ মাধ্যমে একাধিকবার শিরোনাম হলেও বিন্দু মাত্র কমেনি অনিয়ম আর দুর্নীতি। ট্রেনিং খাতায় নাম থাকলেও ক্লাসে নেই প্রশিক্ষণার্থী। তবু যথারীতি হাজিরা খাতায় দেখা যায় হাজিরা!

ট্রেনিং তালিকায় নাম আছে, বাস্তবে ট্রেনিংয়ে নেই আকতার হোসেন ও মোহাম্মদ সাব্বির হোসেন। ট্রেনিংয়ে তালিকায় নাম থাকলেও তারা ছিলেন রাজশাহীতে।

ট্রেনিং একাডেমির রেক্টর মনির হোসেন ঢাকাটাইমসকে বলেন, ঠিক আছে; ব্যাপারটা আমি তদন্ত করে দেখছি।

ট্রেনিংরত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ট্রেনিং দেয়ার জন্য না এলে বুঝতে পারতাম না- এখানে ট্রেনিংভিত্তিক সব ধরণের দুর্নীতি হয়। যেমন, ট্রেনিং না করে ক্লাসে হাজিরা থাকা যায়, ট্রেনিং না করে ট্রেনিং সনদ পাওয়া যায়। সবকিছুর সাথে ট্রেনিং একাডেমির কর্মকর্তারা জড়িত। এটা সবাই জানে ওপেন সিক্রেট ব্যাপার ট্রেনিং একাডেমির জন্য।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :