অধ্যাপক মাহমুদ হাসানের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির শোক

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মাহমুদ হাসানের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

রবিবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘প্রফেসর মাহমুদ হাসান ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষক। তিনি মানুষ হিসেবে অত্যন্ত সজ্জন ও বন্ধুবৎসল ছিলেন। তার বহু গবেষণাকর্ম রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও পরিবারবর্গের জন্য তার বহু কিছু করার ছিল। কোভিডের কারণে তার এই অকাল মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মেধাবী শিক্ষককে হারালো।’

আর উপাচার্য বন্ধুশ্রেণির একজন আপন মানুষকে হারিয়েছেন বলেও শোক বার্তায় উল্লেখ করেন।

উপাচার্য আরও বলেন, ‘ড. মাহমুদের মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও গবেষককে হারালো, যার স্থান সহজে পূরণ হওয়ার নয়। শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।’

শোকবার্তায় উপাচার্য প্রয়াত এই অধ্যাপকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :