বাউফলে ১৬ পরীক্ষার্থী বহিষ্কার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:২২

পটুয়াখালী বাউফল উপজেলায় চলতি কারিগরি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ১৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অপর দিকে পরীক্ষা কক্ষে স্মার্ট ফোন নিয়ে দায়িত্ব পালনকালে বহিষ্কার করা হয় মো. মহসিন আকন নামে এক প্রভাষককে। প্রভাষক মহসিন পাকডাল সফদার আলী মিয়াজী বিজনেজ ম্যানেজমেন্ট কলেজে কর্মরত।

রবিবার উপজেলার কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, রবিবার কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজে কেন্দ্রে কারিগরি বোর্ডের বিএম শাখার ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ১৬ পরীক্ষার্থীকে। এ সময় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত মো. মহসিন আকন নামে একজন প্রভাষকের কাছে স্মার্টফোন পাওয়ায় ও পরীক্ষার্থীদের অসদুপায়ে পরীক্ষা দিতে সহযোগিতার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা ও পরীক্ষার দায়িত্ব থেকে বহিষ্কারের আদেশ দেন নির্বাহী হাকিম।

পরীক্ষা কেন্দ্রে নির্বাহী হাকিমের দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার ভূমি মো. বায়েজেদুর রহমান।

আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব গোলাম সারোয়ার কালাম ঘটনার সত্যতা স্বীকার করেন।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :