আ.লীগের উন্নয়ন-অর্জন ঘুনপোকা কাটছে কি না ভাবতে হবে: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ২২:৩৯

আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ হলে দলের ক্ষতি করার জন্য বাইরের শত্রুর দরকার নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের উন্নয়ন, অর্জন তলে তলে ঘুনপোকা খেয়ে ফেলছে কি না, ভেতরে ভেতরে চোরা স্রোত কেটে দিচ্ছে কি না তা নিয়ে নেতাকর্মীদের ভাবতে বলেছেন তিনি।

রবিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলতে চাই উপরে উপরে এত সুন্দর সুন্দর ছবি, এত পোস্টার, মিছিল, স্লোগান, বিশেষণ। ভেতরে ভেতরে কি চোরাস্রোত আমাদেরকে কেটে দিচ্ছে কী না সেটা আমাদের আবার চিন্তা করতে হবে। আমাদের চিন্তা করতে হবে, এত অর্জন, উন্নয়ন। মনে রাখতে হবে, তলে তলে ঘুনপোকা এগুলোকে খেয়ে ফেলছে কি না।

সেতুমন্ত্রী বলেন, চোরাস্রোতে মাটি ক্ষয়ে ক্ষয়ে বিশাল একটা অবস্থার সৃষ্টি হয়েছে। এক দিনে এতবড় ধ্বস নামেনি। অনেক দিন ধরে চোরাই স্রোত মাটি ক্ষয়ে ক্ষয়ে…। আওয়ামী লীগের শত্রু যদি আওয়ামী লীগ হয় তাহলে দলের ক্ষতি করার জন্য আর বাইরের শত্রুর দরকার নেই।’

দলের নেতাদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনি প্রভাবশালী নেতা, জনপ্রতিনিধি; জনগণের সামনে আপনি বলছেন, নৌকার ভোট না দিলে নির্বাচনের দিন কেন্দ্রে আসবেন না। নৌকায় ভোট না দিলে এই এলাকা ছেড়ে চলে যান।’

এ সময় দলের সাধারণ সম্পাদক উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘বলুন, এই লোকটি আমাদের শত্রু না বন্ধু’। এ সময় উপস্থিত নেতাকর্মীরা সমস্বরে বলেন শত্রু।

তখন ওবায়দুল কাদের বলেন, ‘এরা যদি আওয়ামী লীগের বন্ধু হয়, তাহলে আমাদের আর শত্রুর দরকার নেই। আজকে এ ধরনের কাজ অনেক জায়গায় হচ্ছে।

নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, ‘সম্মেলন করছেন, অনেক বক্তৃতা, সম্মেলনের পর পকেট থেকে বের করে কমিটি দিলেন। এটা কি আওয়ামী লীগের কোনো কাজে আসবে? এ কি আওয়ামী লীগের স্বার্থের রাজনীতি। এ ধরনের কাজ যারা করবে তারা আওয়ামী লীগের শত্রু। দলের অভ্যন্তরে থেকে তারা আওয়ামী লীগের ক্ষতি করছে।’

এ সময় বুয়েটের আবরার হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যাদের কারণে বুয়েটের আবরারের মতো মেধাবী ছাত্রের হত্যাকাণ্ড ঘটে, আর তারা যদি আমাদের পরিচয়ের হয় তাহলে কি তারা আওয়ামী লীগের বন্ধু হতে পারে? যাদের কারণে খুলনায় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় তারা কি আমাদের বন্ধু?’

‘খারাপকে খারাপ বলতে হবে, কোনো চাঁদাবাজ আমাদের প্রভু নয়। মনে রাখবেন, যারা আওয়ামী লীগের নামে চাঁদাবাজি, ভূমিদখল, পানি দখল করে, সন্ত্রাস করে, মানুষকে অশান্তিতে রাখে, জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করে এ ধরনের কর্মী আমাদের কোনো প্রয়োজন নেই। আমি পরিষ্কারভাবে বলছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘এত উন্নয়ন, অর্জন জনগণ ভোট না দিয়ে যাবে কোথায় এ মানসিকতা যাদের। তারা আওয়ামী লীগের ক্ষতি করছে। শেখ হাসিনা উন্নয়ন করবেন আর আপনি ক্ষমতার দাপট দেখাবেন। খারাপ ব্যবহারের পরও মানুষ ভোট দেবে? আজকে অনেকেই দলের সঙ্গে শত্রুতা করছে। আজকে খারাপ লোকদের নাম পাঠাচ্ছে। মনোনয়নে ভুল হয় কেন? কারণ খারাপ লোকদের নাম হয়তো জনপ্রতিনিধি না হয় নেতারা পাঠাচ্ছে। আজকে ভুল নাম পাঠাচ্ছে। অনেক সময় ভুল মনোনয়ন হচ্ছে। আমরা পরে সংশোধন করছি। বিতর্কিত লোকদের নাম পাঠাচ্ছে। অনেক জায়গায় অনেকে টাকা পয়সা খেয়েও এই সব নাম পাঠাচ্ছে, এদের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে।’

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, লোকটার মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। সে উম্মাদ হয়ে আবোল-তাবোল বকছে। জনসমর্থন নেই, পাবলিক আসে না। আজকে প্রেস বিফ্রিং করে, আর আবোল-তাবোল কথা বলে।

‘ফখরুল সাহেব বলেন, বেগম জিয়া না থাকলে আওয়ামী লীগ থাকবে না। কি অদ্ভুত তার উক্তি। আজকে ফখরুলের এ বক্তব্য সারা দেশে হাস্যরসের জন্ম দিয়েছে।তিনি আওয়ামী লীগকে চেনেন? আওয়ামী লীগ কারও দয়ার টিকে নাই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস বিএনপির মত বন্দুকের নল নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎসব জনগন। আওয়ামী লীগের শেড়ক এ দেশের মাটির অনেক গভীরে।’

ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :