তৃতীয় দিনেও বৃষ্টি, হোটেলবন্দি দুদল

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০২১, ১০:১৩ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১, ১১:৫৭

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে রবিবার সকাল থেকে শুরু বৃষ্টি থামছে না এখনও। ক্রমান্বয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। এমতাবস্থায় হোটেলবন্দিই থাকতে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেটারদের।

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সারাদেশের আবহাওয়া জানাচ্ছে, গুঁড়িগুঁড়ি বৃষ্টি আজ তো বটেই মঙ্গলবার পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই মেঘলা আকাশ, গুঁড়ি বৃষ্টি এবং ভেজা মাঠের পরিস্থিতি ধারণা দিচ্ছে ঢাকা টেস্টের তৃতীয়দিনের খেলার সম্ভাবনা ভীষণ ক্ষীণ।

ম্যাচের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরুর সময় থাকলেও কয়েক দফার বৃষ্টিতে শেষপর্যন্ত বল মাঠে গড়ায় ১২.৫০টায়। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৩৮ বল। যেখানে ব্যাট হাতে ২৭ রান তুলতে পারে পাকিস্তান। থেমে থেমে হওয়া বৃষ্টিতে দিনের খেলা আর শুরু করার মতো অবস্থা না থাকায় বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/এমএম)