খালেদা জিয়াকে এখন আমাদের দেওয়ার পালা: আব্বাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:১২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘বেগম খালেদা জিয়া আমাদের অনেক কিছু দিয়েছেন। দেশে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। আমরা মন্ত্রী-এমপি হয়েছি। এখন তাকে আমাদের দেওয়ার পালা।’

সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক বিক্ষোভ সমাবেশে আব্বাস এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি এবং অবিলম্বে তার চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই বিক্ষোভ-সমাবেশ করেন বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা নয়াপল্টনে অনুষ্ঠিত হয়।

সরকারের মন্ত্রী-এমপিদের দেওয়া বক্তব্যের সমালোচনা করে আব্বাস বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার আন্দোলন দুর্বার হয়ে উঠেছে। এটা আওয়ামী লীগ সরকার সহ্য করতে পারছে না। ফলে তারা এখন আমাদের দৃষ্টিটাকে এবং আমাদের কথাবার্তাকে অন্যদিকে সরিয়ে দিতে খালেদা জিয়ার পরিবার নিয়ে কথা বলছেন। মাথায় রাখতে হবে, এরা আমাদের দৃষ্টিকে অন্যদিকে সরাতে চায়। কথা পরিষ্কার, দৃষ্টি যেদিকে সরাতে চান না কেন, আমাদের একটাই কথা খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা।’

সাবেক এই মন্ত্রী বলেন, ‘জনগণের মধ্যে, আওয়ামী লীগ কিংবা বিএনপি সবার মধ্যে একটাই কথা, অসুস্থ খালেদা জিয়ার কী অপরাধ? তাকে কেন বিদেশে পাঠানো হয় না? কেন চিকিৎসা দেওয়া হচ্ছে না? কেন তিলে তিলে মেরে ফেলা হচ্ছে? এটা সারা দেশের মানুষের কথা।’

জনমত একে একে বিএনপির দিকে এগিয়ে আসছে দাবি করে তিনি বলেন, ‘তারপরও কেন আমরা কিছু করতে পারলাম না? আমাদের অনেক কিছু করার আছে। খালেদা জিয়া আমাদের অনেক কিছু দিয়েছেন। এখানে (অনুষ্ঠানে) একজন বলেছেন, আমরা তার পতাকা দিয়ে নির্বাচনে পাস করেছি। এটা যদি সত্যি হয়, এই নেত্রী আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র দিয়েছেন, আমরা মন্ত্রী-এমপি হয়েছি, এখন আমাদের দেওয়ার পালা।’

‘বিএনপিকে ধ্বংস করতে হবে, বিএনপির ওপর অত্যাচার করতে হবে, এজন্যই সরকার খালেদা জিয়াকে আটকে রেখেছে’ বলেও দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমাদের ইতিহাস বলে, আমরা সবসময় শত্রুকে নাস্তানাবুদ করেছি। নতুন করে সেই দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ফ্যাসিবাদকে বিদায় দিতে হবে। পুলিশি পাহারায় ফ্যাসিবাদ সরকার বেশিদিন টিকবে না। আমরা যদি সফল আন্দোলন গড়ে তুলতে পারি, পুলিশ জনগণের পক্ষে আসবে। পুলিশ কখনো জনগণের বিপক্ষে লড়াই করবে না। এটাই ইতিহাসের বাস্তব সত্য কথা।’

বিক্ষোভ-সমাবেশে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বিভিন্ন উপজেলার সাবেক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :