পেট্রোবাংলা ও মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:১৫ | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ১৭:১৩

জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দুই কর্মকর্তাকে প্রেষণে এই নিয়োগ দেওয়া হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা নাজমুল আহসান। তিনি এর আগে প্রতিষ্ঠানটির পরিচালক ছিলেন।

মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মো. হেমায়েৎ হুসেন। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত ছিলেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব সায়লা ফারজানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‍যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :