মধ্যবিত্ত শ্রেণির মধ্যে গভীর দেশপ্রেম আছে: ড. মশিউর

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ১৮:০৩

বাংলাদেশে সমাজের মধ্যবিত্ত শ্রেণির প্রতিটি মানুষের মধ্যে এক গভীর দেশপ্রেম কাজ করে বলে মনে করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

সোমবার অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৯৪তম সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য।

ড. মো. মশিউর রহমান বলেন, ‘মধ্যবিত্ত শ্রেণির প্রতিটি মানুষ একটি পর্যায়ে কোনো মতে খেয়ে-পরে ভালো থাকলে তাদের মধ্যে অন্যের জন্যে, সমাজের জন্যে কাজ করার একটা প্রবণতা তৈরি হয়। কিন্তু সমাজে যদি কারও জন্য অনগ্রসরতা তৈরি হয়, সেটা কখনো কখনো উচ্চবিত্ত শ্রেণির অতি বিত্তলোভের কারণে। কিন্তু যে মধ্যবিত্ত সমাজ বাংলাদেশে গড়ে উঠেছে তাদের মধ্যে একটা গভীর দেশপ্রেম কাজ করে। এটা আমার গভীর বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই আমি মনে করি শিক্ষা-আধুনিকতাসহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমরা সেই সঠিক পথেই আছি।’

উপাচার্য বলেন, ‘আমি আশাবাদী এ কারণে যে, আমাদের যে যেখানেই থাকে, সবার মধ্যেই একটা কিছু করার চেষ্টা থাকে। আপনাদের পরামর্শের মধ্যদিয়ে শিক্ষায় নতুন ধারা নিয়ে আসবো। সেটি আমাদের শিক্ষার্থীরা গ্রহণ করবে। আমাদের সীমাবদ্ধতা অনেক আছে। কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবের যে চ্যালেঞ্জ সেটিকে আমাদের সহজাত স্টাইল দিয়ে মোকাবেলা করবো। এর মধ্য দিয়ে একটি মানবিক, আধুনিক, সংস্কারমূলক, প্রগতিবাদী সমাজ গড়ে তুলতে পারবো। যেটি আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা।’

সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা আগের মতো বহাল করার সিদ্ধান্ত হয়েছে। সভায় অ্যাকাডেমিক কাউন্সিলের ৪৫ জন সদস্যের মধ্যে ৪৩জন সংযুক্ত ছিলেন।

সভায় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটে এমফিল, পিএইচডি গবেষণার পরিধি বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ আলোচনা হয়। আলোচনায় অংশ নিয়ে কাউন্সিল সদস্য প্রফেসর ড. মেজবাহ কামাল বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুকুট হিসেবে পরিচিত হবে।’ –বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থীর মৃত্যু: তদন্ত কমিটি গঠন

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

এই বিভাগের সব খবর

শিরোনাম :