তাড়াশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদত্যাগ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ১৯:৩০

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক ব্যাক্তিগত কারণে দল থেকে পদত্যাগ করেছেন। সোমবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

তাড়াশ আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ খন্দকার জানান, বিকালে দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞানেন্দ্রনাথ বসাক বলেন, গত ১৯৯৫-২০০১ সাল পর্যন্ত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছি। ২০০৩-২০১২ থেকে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ছিলাম। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি পদে রয়েছি। কিন্ত আমার পারিবারিক ও ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ করেছি।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :