কুবিতে এক আসনে ৪০ জনের লড়াই

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০২১, ২১:০৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি আবেদন শেষ হয়েছে। আবেদনের শেষ দিন ৫ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত তিন ইউনিটে মোট ১ হাজার ৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪১ হাজার ৩২৪ শিক্ষার্থী। অর্থাৎ ১টি আসনের স্বপ্ন দেখছে প্রায় ৪০ জন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২০২০-২১ শিক্ষাবর্ষের টেকনিক্যাল কমিটির সদস্য সচিব এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে আমরা ৪১ হাজার ৩২৪ জনের আবেদন পেয়েছি। পরবর্তীতে আমরা যাছাই-বাছাই করে ইউনিটসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সংখ্যা জানাতে পারব।

কোটা, ইউনিট এবং অন্যান্য বিষয়ে যাদের ভুল আবেদন জমা পড়েছে, তাদের তা সম্পাদনার জন্য সময় দেওয়া হবে জানিয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মো. আবু তাহের বলেন, আবেদনে যাদের ভুল হয়েছে, শুধুমাত্র তাদের আবেদন আপডেট করার সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে তারা দুই থেকে তিন দিন সময় পেতে পারেন।

আবেদন সম্পাদনার সময়সীমা এবং ফলাফল প্রকাশের বিষয়ে অধ্যাপক তাহের বলেন, মঙ্গলবার ভর্তি পরীক্ষা কমিটির মিটিং আছে। সেখানে সকল বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :