প্রতিমন্ত্রী-মাহির ফোনালাপ ফাঁস, শোবিজজুড়ে ছি ছি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৪৪ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১, ১১:৫৫

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস

নানা কারণে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। বিশেষ করে, চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার অশ্লীল ফোনালাপ ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন ক্ষমতাসীন দলের এই সাংসদ। ইতোমধ্যে তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চারদিক থেকে আসছে নিন্দা। মুরাদকে পদত্যাগের নির্দেশ দেওয়ায় আওয়ামী লীগের ভেতরেই স্বস্তির নি:শ্বাস।

তবে শুধু রাজনৈতিক মহল নয়, একজন জনপ্রতিনিধির ধারাবাহিক বিতর্কিত কর্মকাণ্ডে শোবিজজুড়েও ছি ছি রব। বিশেষ করে চিত্রনায়িকা মাহির সঙ্গে অশ্লীল ফোনালাপ নিয়ে প্রতিমন্ত্রী মুরাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শোবিজের বেশ কয়েকজন তারকা।

চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন। তার পরদিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন, যাতে তারা কারো সঙ্গে ব্যবহার খারাপ না করেন। তার পরদিন শুনলাম উনি রেপ করার থ্রেট দিচ্ছেন কাউকে। এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন?’

ক্ষোভ প্রকাশ করে ফারুকী লেখেন, ‘এসব দেখে ও শুনে একজন নাগরিক হিসেবে আমি যারপরনাই ক্ষুব্ধ। মন্ত্রিসভার অন্য সদস্যরা এখন মুরাদের সঙ্গে এক টেবিলে বসতে লজ্জাবোধ করবেন। এই ছোট্ট জীবনে আমার সুযোগ হয়েছে দু-একজন মন্ত্রী দেখার। আমি বিশ্বাস করি, তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক।’

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন মাহি ও প্রতিমন্ত্রীর ফাঁস হওয়া কলরেকর্ডটিকে কুৎসিত আখ্যা দিয়েছেন। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘বৃষ্টিভেজা সুন্দর এই সকালটা শুরু হলো কুৎসিত এক কলরেকর্ড শুনে!’

জনপ্রিয় রম্য লেখক শিমু নাসের লিখেছেন, ‘আওয়ামী লীগ এমপি ও প্রতিমন্ত্রী মুরাদ হাসান নিজেকে বাঁচাতে পারেন একটা উপায়ে। তিনি ঘোষণা দেবেন, দলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে শুধু সে-ই, যে ক্ষমতায় এসে আমার মতো কখনো ক্ষমতার চরম অপব্যবহার করেনি।’

কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি লিখেছেন, ‘এমন বিকৃত রুচি, বিকৃত ভাষার মানুষ আমাদের বর্তমান সরকারের প্রতিমন্ত্রী! রাজনীতির ময়দানে পক্ষ-বিপক্ষ থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে সস্তা পাবলিসিটির জন্য যে লোক একজন নারীকে সম্মান দিতে জানে না তাকে ধিক্কার জানাই। জাইমা রহমানকে নিয়ে করা এমন জঘন্য বানোয়াট বক্তব্য প্রত্যাহারে সরকার কী ভূমিকা পালন করে তা দেখার অপেক্ষায় বাঙালি জাতি।’

প্রসঙ্গত, মাহির সঙ্গে প্রতিমন্ত্রীর কুরুচিকর ফোনালাপে চিত্রনায়ক ইমনও ছিলেন। প্রতিমন্ত্রী কলটি ইমনকেই করেছিলেন। পরে মাহি আছেন শুনে তার সঙ্গে কথা বলতে চান। যদিও অনেক আগের এই কলরেকর্ডটি ফাঁস হওয়ার পর ইমন দাবি করেছেন, মাহির সঙ্গে প্রতিমন্ত্রী মুরাদের কী কথা হয়েছিল, তা নাকি তিনি জানতেনই না। এ ব্যাপারে ইতোমধ্যে ডিবি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে।

ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/এএইচ