চিরকুট লেখে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০২১, ১২:৩০ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১, ১২:৩৯

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভুইডোবা গ্রামে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত স্কুলছাত্রী উপজেলার ভুইডোবা গ্রামের দুলাল হোসেনের মেয়ে ফাতেমা আক্তার (১৫)।

এঘটনায় ওই ছাত্রীর হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে লেখা ছিল, ‘আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। সাব্বির আমাকে বিয়ে করল না’।

এঘটনায় সোমবার রাতে নিহত স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই স্কুলছাত্রীর সঙ্গে একই গ্রামের বেলাল হোসেনের ছেলে সাব্বিরের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে ঘরবাঁধার স্বপ্নও ছিল। কিন্তু হঠাৎ করেই সেই স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত হলো।

ঘটনার দিন রাতে সাব্বির মেয়েটির নিজ ঘরে অবস্থান করছিলেন।

এসময় পাশের ঘর থেকে মেয়ের মা টের পেয়ে মেয়ের ঘরে ঢুকতেই ছেলেটি পালিয়ে যায়। পরে সকাল বেলা মেয়েসহ তার পরিবারের লোকজন সাব্বিরের বাড়িতে এঘটনা জানালে উল্টা মেয়ের পরিবারকে দোষ দেয় ছেলের পরিবার। অকথ্য ভাষায় গালিগালজ করে। সেখান থেকে বাড়ি ফিরে লোকলজ্জার ভয়ে মেয়েটি একটি চিরকুট লেখে আত্মহত্যা করে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, এঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন নিহতের পরিবার। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এসএ)